আজ ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ২


চাটগাঁর সংবাদ ডেস্ক:

ঢাকা-চট্টগ্রামের মহাসড়কের সীতাকুণ্ডে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ছয়টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নারায়ণগঞ্জ জেলা সদরের সৈয়দপুর এলাকার মৃত কালা মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৬২) এবং রহিমা বেগম।

এদের মধ্যে আনোয়ার হোসেন ঘটনাস্থলে এবং রহিমা বেগম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ছয়টার দিকে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে মাইক্রোবাসটি ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, ‘সকাল ৬টা ১৫ মিনিটে খবর পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে একজনকে মৃত এবং মুমূর্ষু অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করি। তবে আমরা পৌঁছানোর আগে তিনজনকে আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান স্থানীয়রা।’

বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মমিন বলেন, ‘দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয় মাইক্রোবাসটি। দুর্ঘটনাস্থলে একজন নিহত হন এবং হাসপাতালে অপর একজন মারা যায়।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর