আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার ঐতিহ্যবাহী প্রাচীন প্রতিষ্ঠান আমিলাইশ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের (কাঞ্চনা হাইস্কুলের) এডহক কমিটি গঠন।চট্টগ্রাম সাতকানিয়া কাঞ্চনা আমিলাইশ ইউনিয়নের এ.কে.বি.সি ঘোষ ইনস্টিটিউ (কাঞ্চনা হাইস্কুল) উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলীর সই করা এই আদেশ জারি করা হয়।এতে জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলা নায়েবে আমীর মাস্টার আব্দুস সুবাহানকে,সভাপতি করে এ কমিটি অনুমোদন করা হয়। কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন,মোঃ জহির হোসাইন,অভিভাবক প্রতিনিধি মোঃ আবু ইউছুফ ইকবাল,প্রধান শিক্ষক মাহফুজুর রহমান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এই এডহক কমিটিকে অবশ্যই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা- ২০২৪ এ বর্ণিত প্রবিধান ১০, ১১, ১২, ১৩ ও ১৪ অনুসারে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের কাজ অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করতে হবে। এছাড়া, ৬৫ (২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে। যোগাযোগ করা হলে,নবগঠিত কমিটির সভাপতি মাস্টার আব্দুস সুবহান বলেন।আমাদের মিশন হচ্ছে, শিক্ষার মনোনয়নে স্কুলের সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধ করা এবং স্বচ্ছ পরিবেশ তৈরি করা,স্কুলে, শিক্ষার্থী অনুসারে শিক্ষক কম,শিক্ষকদের শূন্য কোটা পূরণ করার পদক্ষেপ গ্রহণ,এবং প্রয়োজনে খন্ডকালীন শিক্ষক নিয়োগের বিষয়ে,আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই আমার এই মহান গুরু দায়িত্ব পালনে স্কুলের সংশ্লিষ্ট অভিভাবক ও ছাত্র-ছাত্রীসহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করছি।
Leave a Reply