আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের প্রতিবাদ বিবৃতি


প্রেস বিজ্ঞপ্তি >>> আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, আমাদের বা আমাদের সংগঠনের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা অপবাদ রটানো হচ্ছে। এই অপবাদ শুধু আমাদের সম্মানহানি করার চেষ্টা নয়, বরং এটি সমাজে বিভ্রান্তি ছড়ানোর একটি  নিন্দনীয় প্রয়াস।আমরা স্পষ্টভাবে জানাতে চাই, জামায়াতে ইসলামীর জনশক্তি কতৃক ছাত্রদলের উপর হামলা সংক্রান্ত সকল অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং কল্পনাপ্রসূত। আমরা চট্টগ্রামের সাতকানিয়া কাঞ্চনা ইউনিয়ন জামাত ইসলামের পক্ষ থেকে,এই অপবাদের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি,  এবং এর পিছনে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি, কোনো প্রকার মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হয়ে সত্য উদঘাটনের জন্য সচেষ্ট হোন। আমাদের ন্যায্য অবস্থান পরিষ্কার করতে আমরা সব ধরনের প্রমাণ উপস্থাপন করতে প্রস্তুত।আমরা বিশ্বাস করি, সত্যের জয় সর্বদা অবধারিত। এই মিথ্যা অপবাদ আমাদের নৈতিক অবস্থান বা আমাদের উদ্দেশ্যকে নত করতে পারবে না।আমাদের আহ্বান:মিথ্যা অপবাদের প্রচার বন্ধ করতে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়া। সাধারণ জনগণকে এই বিষয়ে সচেতন হওয়া এবং বিভ্রান্তি থেকে বিরত থাকা।আমাদের সংগ্রাম ন্যায়ের জন্য, এবং তা অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর