আজ ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় শতভাগ জন্ম মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে ক্যাম্পেইন শুভ উদ্বোধন


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন লক্ষ্যমাত্রা অর্জনে জনসচেতনা বৃদ্ধিতে বিশেষ ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (২৫ নভেম্বর) পৌরসভা মিলনায়তনে সকাল ১১ টার দিকে,পৌর নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে,পৌর প্রশাসনিক কর্মকর্তা একরামুল হকের সঞ্চালনায়,প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান সাতকানিয়া পৌর নায়েবে আমীর,সাতকানিয়া পৌরসভা বিএনপির, ভারপ্রাপ্ত আহ্বায়ক,রফিকুল ইসলাম,জামায়াতে ইসলামের পৌর নায়েবে আমির-শাহ্ আলম,সাতকানিয়া পৌরসভা বিএনপি নেতা জসিম উদ্দিন আব্দুল্লাহ,সাতকানিয়া পৌরসভা বিএনপির যুগ্ন আহ্বায়ক বাহার উদ্দিন বুলু প্রমুখ।এদিকে জনসচেতনতার লক্ষ্যে সকাল ১০ টায় র‌্যালি পৌরসভা কমপ্লেক্স থেকে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা কার্যালয়ের সামনে এসে সমাপ্ত করা হয়।ইউএনও মিল্টন বিশ্বাস বলেন জন্ম নিবন্ধন করা থাকলে একজন শিশু বা একজন পূর্ণবয়স্ক মানুষ বহু ধরনের সুবিধা পেতে পারেন। এছাড়াও, প্রত্যেক মানুষকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করার সঙ্গে সঙ্গে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন তথ্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ।সাতকানিয়ার প্রতিটি ইউনিয়ন পরিষদে দশ দিন ব্যাপী এই ক্যাম্পেইন চলবে। এতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর