আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির আলোচনা সভা 


মোহাম্মদ ইকবাল হোসেন:

চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাজালিয়া বাস স্ট্যান্ড এলাকায় উত্তর সাতকানিয়া বিএনপি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা হয়। সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রফিকুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব লোকমান হাকিম মানিক।

এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপির আহ্বায়ক প্রার্থী আবুল হোসেন, সদস্য সচিব প্রার্থী  ফরিদুল আলম, সাতকানিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াছ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক রাশেদ উদ্দীন, বাজালিয়া ইউনিয়ন বিএনপির নেতা সৈয়দ হাফেজ আহমদ লিটন, মাহতাব উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি আহমদ শফি প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর