আজ ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা নুর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে, দক্ষিণ কাঞ্চনা নুর আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নুল আবেদীনের সভাপতিত্বে এ বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বিদ্যালয়ের সহকারী শিক্ষক অপু দত্তের সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।কাঞ্চনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর,মাওলানা আবু তাহের,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ে উন্নয়ন কমিটির আহ্বায়ক যায়েদ হোসাইন,বিদ্যালয় এডহক কমিটির সদস্য মাহাবুবুল আলম চৌধুরী।জোটপুকুরিয়া বাজার সমবায় সমিতির সভাপতি,শেখ আহমদ,নাছির উদ্দিন,মোহাম্মদ এরশাদ,মোহাম্মদ হানিফ প্রমুখ।শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিদায়ী শিক্ষার্থীদের স্মারক উপহার দেওয়া হয়।বিশেষ কৃতিত্বের জন্য পুরস্কারও প্রদান করা হয়। শিক্ষক ও অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের জন্য দিকনির্দেশনা দেন এবং কঠোর পরিশ্রম,সততা ও নিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।অনুষ্ঠানের সমাপ্তি হয় বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও শুভকামনা জ্ঞাপনের মাধ্যমে।বিদায়ী অনুষ্ঠান শুধু একটি আনুষ্ঠানিকতা নয়,এটি শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি এবং নতুন পথচলার সূচনা।এটি শিক্ষক,বন্ধু এবং প্রতিষ্ঠানের সাথে একটি আবেগঘন বিদায়ের মুহূর্ত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর