আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাতকানিয়ায় এক সৌদি প্রবাসীর বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ও অপপ্রচার


নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মনতলা এলাকার আব্দুল গফুর সওদাগরের ছেলে প্রবাসী মো: গিয়াস উদ্দিন হিরুর বাবার ক্রয়কৃত জায়গায় উপর বাড়ি নির্মাণ করতে গেলে পাশ্ববর্তী কিছু কুচক্রী মহল নরুনাহার এবং তার ছেলে দেলোয়ার হোসেন গং তাদের ফায়দা লুটার জন্য বিভিন্ন সময় মিথ্যা ভিত্তিহীন ও অপপ্রচারে প্রতিবাদ জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

এই বিষয়ে প্রতিবেদক কে প্রবাসী মো: গিয়াস উদ্দিন হিরু জানান, প্রায় ত্রিশ বছর আগে এই জায়গা টা আমার বাবা মতলব গং ক্রয়করে,সেমি পাকা ঘর নির্মান করে বসাবাস করে আসছি। বর্তমানে আমি সৌদি থেকে এসেছে আমাদের আগের পুরাতন সেমি পাকা বাড়ি ভেঙ্গে নতুন পাকা বাড়ি তৈরি করতে গেলে স্থানীয় কিছু স্বার্থনেশি মহল আমার কাছ থেকে চাঁদা দাবি করেন, চাঁদা না দেওয়ায় তারা বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন, কোর্টে তারা কাজ বন্ধ করার জন্য নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন, উপযুক্ত কাগজপত্র দেখাতে না পেরে তাতে ব্যর্থ হন। পরে সাতকানিয়া আর্মি ক্যাম্পে আমাদের বিরুদ্ধে অভিযোগ করেন, উভয় পক্ষকে উপযুক্ত কাগজপত্র পযার্য় আলোচনা করে আমাদের কাজ করার লিখিত অনুমতি দেন। এর পর থেকে বিভিন্ন সময় আমার এবং পরিবারের নামে মিথ্যা ও ভিত্তিহীন ভাবে অপ্রচার চালিয়ে যাচ্ছে। গত ২৫ ডিসেম্বর রাতে অন্ধকারে আমাদের নির্মাণাধীন সীমান্ত দেয়াল ভেঙ্গে পেলেন এবং কাজের শ্রমিকদের উপর হামলা করেন, ও বিভিন্ন সময় গালাগালি প্রাণনাশের হুমকি প্রদান করে যাচ্ছে। ভুয়া ও মিথ্যা অপবাদের জন্য আমি এবং পরিবার নিন্দা ও প্রতিবাদ জানাই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর