নিউজ ডেক্স >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১০ ফেব্রুয়ারি)দুপুর ১২ টার দিকে,উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে,উপস্থিত ছিলেন সাতকানিয়া সেনাবাহিনীর ক্যাপ্টেন মোঃ পারভেজ,জামায়াতের উপজেলা নায়েবে আমীর মাওলানা কামাল উদ্দিন,ছাত্র প্রতিনিধি সহ আরো অনেকেই।এ সময় উপজেলার নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস বলেন যানজট নিরেশনে আমরা একটা টিম করে দিচ্ছি কালকে তা উদ্বোধন হবে,কেরানিহাট যানজট নিরসন,সাতকানিয়া থেকে শহরে যাওয়ার বাস ভাড়া নির্ধারণ,এবং ছাত্রদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত প্রাথমিকভাবে গ্রহণ করা হয়।অব কাঠামো উন্নয়নমূলক সকলের মতামত গ্রহণ,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে,বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় বলেও জানান এই কর্মকর্তা।
Leave a Reply