আজ ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সমন্বয়ক রাফিও এখন বিবাহিতদের কাতারে


চাটগাঁর সংবাদ ডেস্ক:

সমন্বয়কদের বিয়ের ধারাবাহিকতায় এবার দাম্পত্য জীবন শুরু করলেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। স্ট্যাটাসে রাফি লিখেন, ‘আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দুয়া একান্ত কাম্য’।

ফেসবুক পোস্টে স্ত্রীকে ট্যাগ করেছেন তিনি। সেখান থেকে জানা যায়, রাফির স্ত্রীর নাম জান্নাতুল ফেরদাউস মিতু। ফেসবুকে তার বাড়ি বরিশাল উল্লেখ রয়েছে। পড়াশোনা লেখা আছে, বরগুনা সরকারি মহিলা কলেজ। তবে নববধূর পরিচয় নিজ থেকে এখনো প্রকাশ করেননি রাফি।

এর আগে বিয়ের শুভ কাজটি সেরে নিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ বেশ কয়েকজন সমন্বয়ক। এবার সে লিস্টে নাম তুললেন খান তালাত মাহমুদ রাফি।

এদিকে, তার বিয়ের খবর প্রকাশের পর বন্ধু, সহযোদ্ধা এবং অনুসারীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।উল্লেখ্য, চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবে রাফি দীর্ঘদিন আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের (২০২২–২০২৩ সেশন) শিক্ষার্থী।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা এই ছাত্রনেতার পারিবারিক ইতিহাসও গৌরবময়। তার দাদা তরিকুল ইসলাম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর