আজ ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় বিএনপি: মীর হেলাল


নিউজ ডেস্ক: গত ১৭ বছর স্বৈরশাসক বাংলাদেশের মানুষকে শোষণ করেছে। দেশের মানুষ ফুঁসে ওঠে একটি অভ্যুত্থান করেছেন। ছাত্ররা সেই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে সামনের সারি থেকে। যে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়েছে, সেই বাংলাদেশকে নতুনভাবে সাজাতে হবে। এটা কারও একার পক্ষে সম্ভব নয়। জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ বিএনপি দেশের সবাইকে নিয়ে একটি নতুন বাংলাদেশ গড়তে চায়।

শনিবার (১৫ মার্চ) হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এসব কথা বলেন।

মীর হেলাল বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সবাই দেশনায়ক তারেক রহমানকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। আজকের বাংলাদেশ যদি নিরাপদ হয়, আগামির বাংলাদেশ নিরাপদ হবে, আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিরাপদ হবে। এজন্য সুষ্ঠু ভোটের সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে, সেই নির্বাচন সকলের জন্য অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক যাতে হয় সেটা নিশ্চিত করতে হবে।

হাটহাজারী পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হারুনুর রশীদ অলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল এর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির সদস্য জাকের হোসেন। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর, উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম জনি, হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান দৌলত, শাহেদুল আজম শাহেদ, অ্যাডভোকেট রিয়াদ।

অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি, পৌরসভা যুবদলের সদস্য সচিব হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইমরান চৌধুরী, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী রকি, সদস্য সচিব মো. শাহেদ খাঁন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব গাজী আবদুল মুবিন, পৌরসভা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক আরফিন সাইফুল, পৌরসভা শ্রমিক দলের সভাপতি মো. রুবেল, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, পৌর বিএনপির সদস্য মো. হাবিববুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আবছার, ছাত্রদল সভাপতি হোসাইন, সাধারণ সম্পাদক মোজাহের, সহ সভাপতি এনাম শিকদার, সহ সাধারণ সম্পাদক সরওয়ার, সদস্য রুবেল, তারেক, সাদ্দাম, শুক্কুর, ইমন ফাহাদ, মাজেদ, মারুফ সহ প্রমুখ।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর