আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শুভ বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি কেসিসি প্রশাসকের শুভেচ্ছা


মোঃ রবিউল হোসেন খান ,খুলনা :

শুভ বড়দিন উৎযাপন উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মো: ফিরোজ সরকার খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে কেসিসি প্রশাসক বলেন, যীশু খ্রিষ্ট সত্য,ন্যায় ও শান্তি প্রতিষ্ঠায় এবং মানব সেবায় আত্মবিসর্জনের মাধ্যমে ত্যাগের যে মহান দৃষ্টান্ত রেখে গেছেন তা মানব ইতিহাসে সমুজ্জল হয়ে আছে।তার এই ত্যাগের মহিমা খ্রিস্টান ধর্মাম্বলীদের যুগে যুগে ন্যায়ের পথে অনুসারিত করছে।যীশু খ্রিস্টের মহান ব্রতে উজ্জিবীত হয়ে দেশ ও জাতীর কল্যানে জন্য তিনি খ্রিস্টান সম্প্রদায়ের প্রতি আহবান জানান।

শুভ বড়দিনে তিনি সকলের শুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি আজ শুভ বড়দিন উপলক্ষে নগরীর সোনাডাঙ্গা ক্যাথলিক চার্চে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এ সব কথা বলেন। শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি সোনাডাঙ্গা ক্যাথলিক চার্চের পুরোহিত রেভা: ফাদার জুয়েল ম্যাকফিল্ড এর হাতে উপহার হিসেবে ফুল, কেক ও চকলেট হস্তান্তর করেন।

এ সময় ফাদার জুয়েল ম্যাকফিল্ড কেসিসির প্রশাসক সহ উপস্থিত সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সোনাডাঙ্গা ক্যাথলিক চার্চের বিভিন্ন পুরোহিত সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে গতকাল মঙ্গলবার খুলনার প্রধান গীর্জা গুলো আলোকসজ্জা করা হয়। সাজানো হয় বাহারী রঙে। সন্ধ্যার পর থেকে খুলনার বাবু খান রোড,জেন্টজোসেফ ও সোনাডাঙ্গা ক্যাথলিক গীর্জায় সহ মহানগরীর ছোট বড় গীর্জা গুলোতে শিশু, কিশোর, কিশোরী সহ বিভিন্ন বয়সী খ্রিস্টান সম্প্রদায়ের লোকেরা বড় দিন উপলক্ষে সপরিবারে ঘুরতে আসেন। নগরীর সোনাডাঙ্গা ক্যাথলিক গীর্জায় শিশু, কিশোররা সান্তাক্লজের সাথে গানে গানে নাচে মেতে ওঠেন ও আনন্দ উপভোগ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর