আজ ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শিবগঞ্জ বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস পালিত


রবিউল ইসলাম,বগুড়া

বগুড়ার শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ী শাহ লস্কর জিলানী (রঃ) দাখিল মাদ্রাসায় মুক্তিযুদ্ধ ও শহিদদের স্মরণে বর্নাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মাদ্রাসা মাঠে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর, মাদ্রাসার হলরুমে শহীদ স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল, বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদ্যালয় চত্বরে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবু হানজালার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির প্রধান সুপার আবদুল গফুর, সহকারী সুপার শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম। ওই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আলী মোর্তোজা সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাওলানা আনিসুর রহমান, তাজ উদদীন আহমেদ, সহকারী শিক্ষক আবু বকর, আলী আনসার,শিক্ষক মতিয়ার রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, ফিরোজ কবির, বেলাল হোসেন, আবদুল মাজেদ মন্ডল, বোলমাজন, আব্দুর গনি,সাংবাদিক আব্দুর রহিম প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক ও সুধীবৃন্দ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর