আজ ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় বখাটের ছুরিকাঘাতে ছাত্র নিহত


চাটগাঁর সংবাদ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে মাদ্রাসার বার্ষিক সভায় মোবাইলে টিকটক করাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় এক গ্রুপের ছুরিকাঘাতে মুবিনুল হক মুমিন (১৭) নামে এক স্কুল ছাত্র খুন হয়েছে।

৫ ফেব্রুয়ারি (বুধবার) রাত ৮টার দিকে পুটিবিলা ইউনিয়নের ৪নং পূর্ব তাতী পাড়ায় ইমামাবারী মসজিদের বার্ষিক সভায় এ ঘটনায় ঘটে।

নিহত হলেন নালারকুল মুন্সি পাড়া এলাকার মৃত মোজাম্মেল হকের পুত্র ও পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মুমিনুল হক মুমিন। এ ঘটনায় একই এলাকার রহমত উল্লাহর পুত্র মো: মুকিত উদ্দিন (২১) নামে আরো একজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় মসজিদের বার্ষিক সভায় রাত ৮ টার দিকে ভাসামান দোকানের সামনে টিকটিক করাকে নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার একপর্যায়ে মুমিন ও মুকিতকে ছুরিকাঘাত করে পলিয়ে যায় অপর গ্রুপটি। আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক মুমিনকে মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) আরিফুর রহমান জানান, একটি বার্ষিক সভায় ভাসামান দোকানের সামনে মোবাইলে ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে দুই পক্ষের যুবকদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়। একপর্যায়ে মুমিন নামের যুবক ছুরিকাঘাতে নিহত হয়। এঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর