আজ ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিনিধি দল


শ.ম.গফুর, (উখিয়া) কক্সবাজার:

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ((ট্রাইব্যুনাল) আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম এ এ খান।মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ১নং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।

সেখানে রোহিঙ্গাদের সাথে ২০১৭ সালে সংঘটিত গণহত্যাসহ নানা বিষয়ে কথা বলেন। এরপর ৪ নং রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন শিবির পরিদর্শন করেন। তার সাথে রয়েছেন ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল। এর আগে তিনি সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছান। একইদিন দুপুরে বিমানের একটি বিশেষ ফ্লাইটে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের উদ্দেশে কক্সবাজারে পৌঁছান।
সূত্র জানায়, রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কিনা, সেটির তদন্ত করছে আইসিসি। তদন্তের কাজে বাংলাদেশ সফরে এসেছেন আইসিসির প্রধান কৌঁসুলি।

রোম সনদ অনুযায়ী, রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কিনা, সেটির তদন্ত করছে আইসিসি। তদন্ত শেষে আইসিসি অভিযুক্তদের বিচারের জন্য আদালতে হাজির করে।রোম সনদের অন্যতম স্বাক্ষরকারী দেশের মধ্যে বাংলাদেশ একটি। মানবতাবিরোধী অপরাধ তদন্তে সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের জন্য বাংলাদেশে কাজ করার বিষয়ে একটি সমঝোতা সই করেছে আন্তর্জাতিক এই আদালত।তবে, রোম সনদে সই করেনি মিয়ানমার। প্রসঙ্গত, সবশেষে গত বছরের জুলাইয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম এ এ খান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর