আজ ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রোয়াংছড়ি শীলাওয়াইংসা মহাথ ভান্তের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে ভক্তদের ঢল


বান্দরবান জেলা প্রতিনিধি >>> বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ২নং তারাছা ইউনিয়নে  ফাক্ষ্যংগ্রী পাড়া বৌদ্ধ বিহারাধ্যক্ষ বর্ষীয়ান বৌদ্ধ ধর্মগুরু প্রয়াত ভদন্ত শীলা ওয়াইং সা মহাথের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের ভক্তদের  উপস্থিতি চোখে পড়ার মতো। দুইদিন ব্যাপী উদযাপনের পর অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।গত শুক্রবার (১৪ মার্চ) বিকালে রোয়াংছড়ি উপজেলার ফাক্ষ্যংগ্রী পাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকা ও অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির আয়োজনে বৌদ্ধ বিহার প্রাঙ্গণে মারমা সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার তরুণ-তরুণীদের ঐতিহ্যবাহী সইং নৃত্য মাধ্যমে শুরু করা হয়।শনিবার (১৫ মার্চ ২৫)এই অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে পার্বত্য ভিক্ষু পরিষদের সভাপতি ও রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত পঞঞানন্দ মহাথের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহ সভাপতি ঞানা মহাথের, পার্বত্য ভিক্ষু পরিষদের মহাসচিব ভদন্ত তেজপ্রিয় মহাথের, অর্থ সম্পাদক ভদন্ত ইন্দাচারা মহাথের, জামছড়ি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত কুশলা মহাথের, বান্দরবান মহ রাজগুরু বৌদ্ধ বিহারে অধ্যক্ষ সুওয়াইনা লঙ্কারা মহাথেরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ অনুত্তর পূণ্যক্ষেত্র ভিক্ষু সংঘরা উপস্থিত ছিলেন।এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্ম কল্যাণ ট্রাস্টের বান্দরবান ট্রাস্টি মংহ্লাচিং। অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন কমিটির সভাপতি ও কারবারী (পাড়া প্রধান) পুলুমং মার্মা মংক্যসিং সহ ফাক্ষ্যংগ্রী পাড়া বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকারা।মারমা সম্প্রদায়ের বিভিন্ন পাড়ার থেকে অংশগ্রহণকারী সইং নৃত্য ১০ থেকে ১৫টি তরুণ-তরুণীদের দলের নৃত্য তালে তালে আতশবাজি ফুটানো মাধ্যমে শনিবার বিকালে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর