২০ কেজি টমেটোতে আগুন
এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্রগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেলিমা কাদের চৌধুরী ডিগ্রী কলেজের পাশের এলাকায় রাতের অন্ধকারে স্থানীয় কৃষক সাইফুল ইসলামের ফুলে-ফলে সুসজ্জিত সবজি বাগানের মরিচ, বেগুন, টমেটো, লাউ গাছসহ সম্পূর্ণ ফসলি ক্ষেত কেটে ফেলেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।
শনিবার (২৬ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সবজি বাগানের সব ক’টি গাছ কেটে ফেলা হয়েছে এবং বিক্রির জন্য মজুদ রাখা ২০ কেজি টমেটো আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার প্রায় ৭০ হাজার টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।
এ সময় স্থানীয় কৃষক আলী আকবর বলেন, ‘২৫ মার্চ দিবাগত রাতে মোঃ সাইফুল ইসলামের সবজি বাগানের সব মরিচ, টমেটো, বেগুন ও লাউ গাছ কেটে দেয় এবং বাজারে বিক্রয় করার জন্য মজুদ রাখা ২০ কেজি টমেটোতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এমন চিত্র দেখলে পাষণ্ডের চোখেও জল এসে যাবে।’
ক্ষতিগ্রস্ত কৃষক সাইফুল ইসলাম ও এলাকাবাসী জানান, এই দুর্বৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হোক।
বিক্রির জন্য মজুদ রাখা টমেটোতে আগুন
ভুক্তভোগী কৃষক সাইফুল ইসলাম বলেন, ‘আমার নিজস্ব জমি ও পুঁজি না থাকায় ঋণ করে এবং সুদের ওপর টাকা ধার করে অন্যের জমিতে সবজি চাষ করেছি। উৎপাদিত সবজি বিক্রি করে দেনা পরিশোধ এবং লভ্যাংশ দিয়েই মূলত আমার সংসার চলে। কিন্তু কে বা কারা রাতের অন্ধকারে আমার সবজি ক্ষেতের সব গাছ কেটে ফেলেছে বুঝতে পারছি না। এতে আমি নিঃস্ব হয়ে গেছি।’
কৃষক সাইফুল ইসলাম অশ্রুভেজা চোখে আরও বলেন, ‘এবার প্রায় অর্ধ লাখ টাকার বেশি খরচ করে বিষমুক্ত দেশি বেগুন, কাঁচামরিচ, টমেটো ও লাউ চাষ করেছি। বাগানের প্রতিটি বাড়ন্ত গাছে ফুল দেখে অনেক স্বপ্ন দেখি আমি। গত দুই দিন আগে ৩০ কেজি টমেটো বাজারে বিক্রি করি ১ হাজার টাকায়। আমার স্বপ্ন একদিনেই ভেঙে চুরমার হয়ে গেল। এখন আমি দিশেহারা। কী করবো বুঝতে পারছি না? কীভাবে ঋণ শোধ করবো জানি না?।’
এ বিষয়ে পোমরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলমগীর তালুকদার রনি বলেন, ‘ভুক্তভোগী কৃষক সাইফুল ইসলাম আমার কাছে অভিযোগ নিয়ে এসেছে। প্রকৃত দোষীদের চিহ্নিত করা গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী জানান, ‘এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply