নুরুল আবছার চৌধুরী: নিজস্ব প্রতিবেদক >>> পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের ভবন সংস্কার কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে উদ্বোধন শেষে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি মোহাম্মদ ইলিয়াস তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি (তদন্ত) সুজন হাওলাদার। এতে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আকাশ আহমেদ, মোহাম্মদ আলী, পান্থ নিবাস বড়ুয়া, বর্তমান সহ সভাপতি আব্বাস হোসাইন আফতাব, সাংবাদিক শান্তি রঞ্জন চাকমা, জগলুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, দপ্তর সম্পাদক আরিফুল হাসনাত, সদস্য ইসমাইল হোসেন নয়ন, মুবিন বিন সোলাইমান, আশেক এলাহি, ফাহিম শাহরিয়ার, উপজেলা প্রকৌশলী বিভাগের হিসাব রক্ষক জসিম উদ্দিন প্রমুখ। এসময় মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।ছবির ক্যাপশন:১। রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের ভবন সংস্কার কাজের উদ্বোধন করছেন ইউএনও মাহমুদুল হাসান।২। রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের ভবন সংস্কার কাজের উদ্বোধন শেষে ইফতার মাহফিলে ইউএনও মাহমুদুল হাসানসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
Leave a Reply