আজ ৩রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় আব্দুল লতিফ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তাব স্থাপন


রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩নং ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড গোদারপাড় দরবেশহাট জামে মসজিদ মাঠে সদ্য প্রতিষ্ঠিত হতে যাওয়া আব্দুল লতিফ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তি প্রস্তাব অনুষ্ঠানিক স্থাপন করেন অতিথিরা।

পরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা গোদারপাড় দরবেশহাট জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নান কোম্পানি’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ চৌধুরী।

ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ফরিদ আহমদের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক বাচা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল তালুকদার, সমাজসেবক খালেদ বিন আব্দুল কাদের, আব্দুল মতিন তালুকদার, জসিম উদ্দিন তালুকদার, প্রভাষক আব্দুল মজিদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম তালুকদার, সাবেক চেয়ারম্যান নেছারুল হক পেয়ারু, মাস্টার হারুন রশিদ, মুহাম্মদ জসিম, মুহাম্মদ নাছের আহমদ, শেখ নিজাম, সাইফুল ইসলাম, মিয়া, ফখরুল, আব্দুস সালাম, রবি আলম প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর