মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলা নির্বাহী অফিসারের নিজস্ব তহবিল থেকে অতিদরিদ্র, দুস্থঃ ও অসহায় পরিবারের মাঝে দোহাজারী পৌরসভার উদ্যোগে পৌরসভার ১১টি ওয়ার্ডের শতাধিক পরিবারের প্রত্যেককে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে দোহাজারী পৌরসভা কার্যালয়ে চাল বিতরণ করেন দোহাজারী পৌরসভার প্রশাসক ও চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম।
চাল বিতরণকালে উপস্থিত ছিলেন, দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নাঈম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, হিসাব রক্ষক মো. জাহাঙ্গীর আলম, লাইসেন্স পরিদর্শক বিধান বড়ুয়া, সহকারী কর আদায়কারী মিজানুর রহমান, খানপ্লাজা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম সুমন, পৌরসভার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা কামাল হোসেন প্রমূখ।
Leave a Reply