আজ ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রংপুরে শহীদ পরিবারের মধ্যে ৫লক্ষ টাকা আর্থিক অনুদান


মোঃইনামুল হক, রংপুর প্রতিনিধিঃ

রংপুরে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ৪৪ জনের পরিবারকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকার চেক দেওয়া হয়। গতকাল শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে শহীদ পরিবারদের কাছে এই চেক হস্তান্তর করা হয়।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ শীর্ষক এ অনুষ্ঠান থেকে বিভাগের আট জেলার ৪৪ শহীদ পরিবারকে চেক তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও সাধারণ সম্পাদক সারজিস আলম।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, যে পরিবারগুলো তাদের সন্তান, ভাই ও স্বামী হারিয়েছে, তাদের তো চিরজীবনের জন্য চলে গেছে। তারা অনেকে একমাত্র কর্মক্ষম উপার্জনকারী সদস্য ছিলেন। যারা আহত হয়েছে, তাদের অবস্থা আরও করুণ। কারণ তারা কেউ হাত-পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে। সরকার সারাজীবন তাদের চিকিৎসার দায়িত্ব নিচ্ছে। যাদের চিকিৎসা দেশে সম্ভব না, তাদের বিদেশ পাঠানো হবে এবং তাদের পুনর্বাসনের জন্য প্রশিক্ষণ বা সহযোগিতা দেওয়া হবে।

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, একাত্তরে আমরা যেটা করতে পারিনি, আজকে সেটা করে দেওয়া সম্ভব। কারণ এটাই এখন একমাত্র পথ। যারা ভাবছেন আমরা আবু সাঈদের গল্প বলছি বলে অন্যদের ভুলে যাচ্ছি, এটা ভুল ভাবছেন। আমরা তা করছি না। আবু সাঈদ একটা সিম্বল হতে পারে। সে সবার প্রতিনিধিত্ব করছে। আমরা আপনাদের সবার কাছে পৌঁছতে চাই। এই কাজটি সহজ না। তবে আমাদের আন্দোলনকারী ছেলেরা, জুলাইয়ের বিপ্লবীরা আমাদের পাশে আছে।

তিনি বলেন, আমাদের কথা ও কাজের মধ্যে কিছু ভুল-ত্রুটি হবে। আমাদের ওপর রাগ করবেন, সমালোচনা করবেন। এমনকি আমাদের তিরস্কারও করবেন; কিন্তু কেউ মুখ ফিরিয়ে নেবেন না। কারণ আমরা আমাদের অন্তর থেকে আপনাদের পাশে আছি। ভুল হবেই, ভুল শুধরে আমাদের এগিয়ে যেতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর