চট্টগ্রামের ফটিকছড়িতে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয় রাঙ্গুনিয়ার সৈয়দ মোহাম্মদ তারেকুল ইসলাম (২৫) নামে এক যুবকের ।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দাওয়াত খেতে যাওয়ার পথে ফটিকছড়ি কাটিরহাট এলাকায় মোটরসাইকেলের সাথে মাইক্রোবাস(হায়েস)গাড়ি’র মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর অবস্থায় সৈয়দ মুহাম্মদ তারেক(২৫) ও সাইফুল ইসলাম(৩০) দুজকে মুমূর্ষ অবস্থায় চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তারেকের মৃত্যু হয় বলে জানান তার আত্মীয়রা। অন্যদিকে সাইফুল ইসলাম মুমূর্ষ অবস্থায় হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
নিহত তারেকের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের বেরীবাধঁ এলাকায়। সে ওই এলাকার সৈয়দ আনোয়ার হোসেন’র ছেলে। আহত সাইফুল ইসলাম উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের দক্ষিন বগাবিলী হাজী নুরুন্নবী’র ছেলে। নিহত তারেক সম্পর্কে সাইফুলের ছোট বোনেই জামাই।
জানা যায়, তারা দুজনে মোটরসাইকেল নিয়ে ফটিকছড়ি হেয়াকো এলাকায় এক আত্মীয়ের বাড়ির দাওয়াতে যাচ্ছিলেন । যাওয়ার পথে কাটিরহাট এলাকায় পৌঁছালে তাদের সাথে থাকা মোটরসাইকেলের সাথে একটি হাইসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পরে দুজনে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটায় সৈয়দ তারেকের মৃত্যু হয়। এদিকে মর্মান্তিক এ ঘটনায় এলাকা জুড়ে চলছে শোকের মাতম।
রাঙ্গুনিয়া প্রতিনিধি
Leave a Reply