আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মিডিয়া সমস্যা সমাধানের জন্য পিপলস এজেন্সি প্রয়োজন: ইমরুল হাসান


শিশির আজাদ চৌধুরী

স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (SAD)’র আয়োজনে আজ শুক্রবার (৮ই নভেম্বর) ষোলোশহর জংশনে ‘মিডিয়ার তৈরি করা ‘মুখস্ত সমাজে’ কি করতে পারি আমরা’ শিরোনামে একটি উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিশেবে উপস্থিত ছিলেন কবি ও ক্রিটিক ইমরুল হাসান। আলোচনায় ইমরুল হাসান তাঁর আলোচনাকে ‘মিডিয়া, মুখস্ত সমাজ ও কি করতে পারি আমরা?’ এই তিনভাগে বিভক্ত করে আলোচনা করেন।

মিডিয়ার আলোচনা করতে গিয়ে ইমরুল হাসান, মিডিয়া রিয়ালিটি, ফলস কনশাসনেস ও ডামি জনগন নিয়ে আলাপ করেন। মিডিয়া সমস্যা সমাধানের জন্য তিনি পিপলস এজেন্সি ও সামাজিক সংগঠন তৈরী করার পরামর্শ দেন।

এই আলোচনা সভায় সভাপতি হিশেবে দায়িত্বে ছিলেন স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি’র আহ্বায়ক জুবাইরুল হাসান আরিফ এবং সভায় আরও উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের যুগ্ম আহ্বায়ক জমির উদ্দীন, সদস্য সচিব আবির বিন জাবেদ যুগ্ম সদস্য সচিব তৌহিদুল ইসলাম ও সদস্য হোসনাতুন নাহার অ্যানি।

প্রশ্নোত্তর পর্বে অডিয়েন্স এর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে উক্ত আলোচনা সভা শেষ হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর