মহান ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ সময় রাত ১১টায় আরব আমিরাত প্রতিনিধি মুহাম্মদ আব্দুল করিমের সঞ্চালনায়”প্রবাসী জনকল্যাণ ফাউন্ডেশন”এর চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আমান উল্লাহ আমান সমরকন্দি’র সভাপতিত্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক আলোচনা সভায় আয়োজন করা হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আরব আমিরাত প্রবাসী মুহাম্মদ আমান খান। নাতে রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করেন ওমান প্রবাসী মুহাম্মদ হাসান। জাতীয় সঙ্গীত পরিবেশন করেন আরব আমিরাত প্রবাসী মুহাম্মদ আব্দুন নুর।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা সদস্য আরব আমিরাত প্রতিনিধি মুহাম্মদ দিদারুল আলম। এছাড়াও প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন সৈয়দ মুহাম্মদ কামরুল হাসান (আরব আমিরাত) বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ আলী আকবর (আরব আমিরাত),সৌদি আরব প্রতিনিধি ফাউন্ডেশনের প্রতিষ্ঠিতা সদস্য মুহাম্মদ ওহিদ আলম, মুহাম্মদ আব্দুন নুর (আরব আমিরাত), মুহাম্মদ খাইরু বশর (আরব আমিরাত) ওমান প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মালেক, মুহাম্মদ এরশাদ হোসাইন(ওমান), মুহাম্মদ হাসান(ওমান), মুহাম্মদ রাজু (ইরাক) সহ ফ্রান্স,আমেরিকা,জর্ডান,বাহারাইন,মালেশিয়া,কুয়েত,ইতালি সহ বিভিন্ন দেশের প্রতিনিধি বৃন্দ। সভায় বিভিন্ন দেশের প্রবাসী সংগঠক ও প্রতিনিধিরা তাদের বক্তব্যে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যপূর্ন আলোচনা তুলে ধরে বিশেষত বাংলার দামাল ছেলেরা দেশকে অর্থনৈতিক ভাবে সচ্ছল রাখতে প্রবাসে যারা দিন রাত ঘাড় ভাংগা পরিশ্রম করে রেমিট্যান্স যোদ্ধা নামে খ্যাত সেই প্রবাসীদের লাশ টা যেন অতি দ্রুত মায়ের দেশ মাতৃভূমিতে মায়ের কোলে পৌছে সেই দাবী বাংলাদেশ সরকারের কাছে রাখেন।
বক্তব্য শেষে মিলাদ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply