আজ ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত


মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ রোজ শনিবার বিকাল ৫ টায়। মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মান্যবর হাইকমিশনার মোঃ সোহেল পারভেজ। অনুষ্ঠানে দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি বাণী পাঠ করেন দুতালয়ের কল্যাণ সহকারি জনাব আল মামুন পাঠান ও মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক প্রেরিত বাণী পাঠ করেন দুতালয়ের কন্সুলার সহকারী মোঃ ময়নাল হোসেন।

দোতালয়ের কন্সুলার সহকারী মোঃ ইবাদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীদের পক্ষ হতে বক্তব্য প্রদান করেন মালদ্বীপ বি এন পির সভাপতি জনাব খলিলুর রহমান।তিনি তার বক্তব্যে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।

ভারপ্রাপ্ত হাইকমিশনার মোঃ সোহেল পারভেজ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার জন্য শহিদ বুদ্ধিজীবীদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের মাধ্যমে বাঙ্গালী জাতির অগ্রযাত্রা থামিয়ে দেয়ার ষড়যন্ত্র করা হয়েছিল। এই ঘৃন্য কাজে লিপ্ত হানাদার বাহিনী ও তাদের দোসরদের জাতি সবসময় ঘৃনা করে যাবে। তিনি শহিদ বুদ্ধিজীবীদের দেশপ্রেম নিজেদের মাঝে ধারন করে বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশে রুপান্তর করার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে কাজ করার জন্য আহ্বান জানান। তিনি উল্লেখ করেন বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শহীদ বুদ্ধিজীবী এবং মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মালদ্বীপ বি এন পির সিনিয়র সহসভাপতি নেহের মিয়া রানা, ঢাকা ট্রেডার্সের কর্ণধার ও মালদ্বীপ বি এন পির সহসভাপতি মোঃ বাবুল হোসেন মোঃ ফারুক হোসেন মোঃ রবিউল আলম ব্যবসায়ী মোহাম্মদ আরিফুল ইসলাম সহ মিশনের কর্মকর্তা-কর্মচারী ও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশী নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর