আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মায়ের কিডনি দিয়েও বাঁচানো গেল না বাবুকে


এস. এ. নয়ন, রাঙ্গুনিয়া 

জুলফিকার ইয়াসিন বাবু (২৫) দীর্ঘ দুই বছর যাবত কিডনি রোগে আক্রান্ত ছিলেন। প্রবাসে থাকা অবস্থায় তার কিডনির সমস্যা দেখা দেয়। পরে দেশে এসে মায়ের দেওয়া একটি কিডনি প্রতিস্থাপন করা হয় বাবুর শরীরে। তবে খুব বেশি স্থায়ী হয়নি এই কিডনি। প্রতিস্থাপনে ৩মাসের মধ্যে মারা যান বাবু। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে বাড়ি আনার পথে তার মৃত্যু হয়। নিহত বাবুর বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর মিয়াজি বাড়িতে। সে ওই এলাকার হাফেজ আলমগীর’র ছেলে।

জানা যায়, বাবু তিন বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে যান। সেখানে একটি হোটেলে ১বছর যাবত চাকরী করেন। পরে অসুস্থতা বোধ করলে হাসপাতালে গিয়ে জানতে পারেন তার কিডনিতে সমস্যা রয়েছে। এরপর দেশে এনে প্রায় দেড় বছর যাবত ডায়ালাইসিস করানো হয় বাবুকে। পরে তার মা জান্নাতুল ফেরদৌস এর দেওয়া একটি কিডনি প্রতিস্থাপন করা হয় তার শরীরে।

এদিকে কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসা চালিয়ে যেতে এর মধ্যে তার বাবার জমানো সমস্ত সঞ্চয় ও জমিজমা বিক্রি করে দিতে হয়েছে। তবে কিডনি প্রতিস্থাপনের তিন মাসের মধ্যে মারা গেল বাবু। তার এমন মৃত্যু মেনে নিতে পারছেনা স্বজনসহ এলাকাবাসী। শুক্রবার সকালে জানাজা শেষে তার মৃতদেহ দাপন করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর