আজ ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মহেশখালীতে দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামি সহ গ্রেফতার ৪ 


আবদুর রাজ্জাক, জেলা প্রতিনিধি, কক্সবাজার ।। মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত সহ ৪ জন পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেছে। শুক্রবার (১০ জানুয়ারী) গভীর রাত্রে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কাইছার হামিদ ও এসআই মহসীন চৌধুরী পিপিএম এর নেতৃত্বে এসআই মহিউদ্দিন, এএসআই এজাহার মিয়া,এএসআই লিংকনসহ একদল পুলিশ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর-২৭৩/১৪ মাদক মামলার দেড় বছরের সাজাপ্রাপ্ত আসামী-আঃ শুক্কুর (৩২),পিতা-মৃত উজির আলী,সাং-পুটিবিলা(দাসী মাঝি বাড়ী), জিআর-২৭৯/১৫ (হত্যা) মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী-বাবুল মিয়া(৩৭),পিতা-হায়দার আলী,সাং-কালালিয়া কাটা,, জিআর-১৩/১১(অস্ত্র)মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী-এরশাদ উল্লাহ(৩২),পিতা-জাকের আহম্মদ,সাং-হোয়ানক,জিআর-১৩৬/১২(অস্ত্র)মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী-মোঃ বাদল(৪০),পিতা-আবুল কাছিম,সাং-কোনাপাড়া(হোয়ানক)সর্বথানা মহেশখালী, কক্সবাজার’দের গ্রেফতার করে। গ্রেপ্তারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর