আজ ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মরিয়মগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান


রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি >>> চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইসলামী কিন্ডারগার্টেন স্কুলের সপ্তাহ ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের শেষ দিন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে স্কুল সংলগ্ন লোকমান চেয়ারম্যান মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিরা। পরে মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়।স্কুলের পরিচালক মুহাম্মদ রবিউল মোস্তফা রাফির সঞ্চালনায় ও অধ্যক্ষ মুহাম্মদ করিম উদ্দিন হাছানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যাললের প্রধান শিক্ষক মুহাম্মদ মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য সার্জেন্ট (অব.) মুহাম্মদ আনোয়ার হোসেন, মুহাম্মদ সাইদুর রহমান রাসেল, মুহাম্মদ আলাউদ্দিন রেজা, রাঙ্গুনিয়া প্রবাসী গাউসিয়া পরিষদ এর চেয়ারম্যান নুরুল ইসলাম আহমেদ, স্কুল এর শিক্ষক মাওলানা আইয়ুব আত্তারী, মুহাম্মদ সায়মন, মুহাম্মদ ইরফান, মুহাম্মদ আলাউদ্দিন ইসলাম, শিক্ষিকা রাজিয়া সুলতানা, আলমু আকতার আনিকা, রাশেদা আকতার, আফরোজা সুলতানা, আছিয়া আকতার, কাজী হেলুন প্রমুখ।এদিকে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল চকলেট দৌড়, ৫০মিটার দৌড়, মার্বেল দৌড়, ঝুড়িতে বল নিক্ষেপ, মনোযোগ আকর্ষণ, অংক কষা, মায়ের পা-ধোয়া, অভিভাবকদের বালিশ বদল, যেমন খুশি তেমন সাজ।এছাড়াও এর আগে সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যমে নাতে রাসুল(দঃ), পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া বলা, ছড়া আবৃত্তি, বেলুন কুড়ানো, অভিভাকদের অংশ গ্রহণের মাধ্যমে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর