বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লাকী প্রিয়াংকা জুয়েলার্সের স্বত্বাধিকারী প্রনব সাহার কনিষ্ঠ কন্যা অসমিতা সাহা(সোনাই)’র শুভ জন্মদিন গত ৮ মার্চ সন্ধ্যায় নগরের রঙ্গগম কনভেনশন হলে কেঁক কাটা,সাংস্কৃতিক অনুষ্ঠানসহ জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে অসমিতা সাহা(সোনাই)’র ১০ম জন্মদিন পালিত হয়।
প্রনব সাহার কনিষ্ঠ কন্যা অসমিতা সাহা (সোনাই)’র শুভ জন্ম দিন উপলক্ষে সবার কাছে আশীর্বাদ চেয়ে বলেন, আপনারা সবাই আমার আদরের মেয়ে অসমিতা সাহার জন্য আশীর্বাদ করবেন, যাতে সৃষ্টিকর্তা আমার মেয়ের সুন্দর ও উজ্জ্বল ভবিষতের পাশাপাশি সে যেন একজন সত্যিকার অর্থে ভালো মনের মানুষ হয় এবং নিজের পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে পারে।
Leave a Reply