আজ ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বোয়ালখালী উপজেলা যুবলীগের উদ্যোগে প্রায় ১২শ” জনকে তৈরি করা খাবার বিতরণ


প্রভাস চক্রবর্তী, বোয়ালখালী: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে ঘরোয়া পরিবেশে তৈরি করা খাবার বিতরণ করেছে বোয়ালখালী উপজেলা আওয়ামী যুবলীগ।

২৩ এপ্রিল শনিবার বিকেলে গোমদন্ডী ফুলতল কালাম মার্কেটের সামনে তৈরি করা খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বোয়ালখালী উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি হাজি আবদুল মান্নান রানা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত সায়েম কবির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ শহীদুল আলম, আকুবদন্ডী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি নেজাম উদ্দিন মাষ্টার, হাশেম ছিদ্দিক, জানে আলম, জিশু দে, মোঃ আসাজ্জামান হাসান, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক সরওয়ার আলম, পোপাদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ নুর মোহাম্মদ, সাধারণ সম্পাদক নাসিম চৌধুরী, খরণদ্বীপ ইউনিয়ন যুবলীগের আহবায়ক শাহাদাত হোসেন, পৌরসভা যুবলীগ নেতা মিজানুর রহমান বাপ্পি, রুবেল, রুশনি, শেখ সাহেদ, সাইফুল উদ্দিন, এমদাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
খাবার বিতরণ অনুষ্ঠানে দেশ জাতির জন্য বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
উপজেলা যুবলীগের সভাপতি বলেন –
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান, শেখ ফজলে শামস পরশ এর নির্দেশে ও সাধারণ সম্পাদক, মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে কেন্দ্রীয় যুবলীগ কর্তৃক ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ১২শত জনকে রান্না করা তৈরি খাবার সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছে। বোয়ালখালী উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন ইউনিটের মাধ্যমে উপজেলা সদর ও ইউনিয়নে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে তৈরি করা খাবার বিতরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর