আজ ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে সিএনজি চালিত অটোরিকশাসহ এক গরু চোর গ্রেপ্তার


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী

বোয়ালখালীতে সিএনজি চালিত অটোরিকশাস মো. ফারুক (৩২) নামের এক গরু চোর সদস্যকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) রাতে বোয়ালখালী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ী উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মোঃফারুক চট্টগ্রামের পটিয়া মহল্লাপাড়া এলাকার আবুল কালামের নতুন বাড়ীর মো. আরখ মিয়ার পুত্রবলে জানাগেছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, গরুচোর প্রধান সদস্য মো. ফারুকে গ্রেফতার করার পর তার শিকার উক্তি অনুসারে (৭ জানুয়ারি) বোয়ালখালী থানায় মামলা নং-৫ ,পেনাল কোড-৩৮০ ধারায় মামলা রুজু করার পর আজ (৭ জানুয়ারি ) কারাগারে প্রেরণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর