আজ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে কুড়িয়ে পাওয়া গেছে সদ্য নবজাতক ছেলে সন্তান


প্রভাস চক্রবর্ত্তী, বোয়ালখালী

বোয়ালখালীতে কুড়িয়ে পাওয়াগেছে সদ্য নবজাতক ছেলে সন্তান।  খাল পাড়ে কাঁদছিল। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে স্নান গেলে মুন্নী দাস নামের এক গৃহবধূ নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। তিনি দ্রুত বাচ্চাটিকে উদ্ধার করে নিজের সন্তানমত বাড়িতে নিয়ে এসেছেন। মুন্নী দাস হচ্ছে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জলদাস পাড়ার বাদল দাসের স্ত্রী।

তিনি জানান দুপুর ২টার দিকে খালে স্নান করতে গিয়েছিলাম। এসময় খালের ওই পাড়ে একটি শিশুর কান্নার শব্দ শুনতে পান। অবিরাম কাঁদছিলো শিশুটি। তিনি সাঁতরে ওই পাড়ে গিয়ে দেখেন, একটি নবজাতক শিশু তোয়ালে ও কাপড় মোড়ানো। আশেপাশে কাউকে দেখতে না পেয়ে বাচ্চাটিকে বাড়িতে নিয়ে এসেছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. হাসান চৌধুরী বলেন, ৭ নম্বর ওয়ার্ডের শেখ পাড়া এলাকার খাল পাড়ে সদ্য ভূমিষ্ট নবজাতকটি কে বা কারা রেখে যান। দুপুর জেলের পাড়ার গৃহবধূ স্নান করতে গেলে বাচ্চাটিকে দেখতে পেয়ে ঘরে নিয়ে এসেছেন। এটি ছেলে সন্তান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, ছেলে সন্তানটিকে আমি বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখে এসেছি। সার্ব্বিক পরিচর্যা করা করা হচ্ছে। তিনি আরো জানান, যেহেতু বিজয়ের মাসে তার আগমন।
তাই নাম দিয়েছি বিজয়।

স্থানীয় মেম্বার জনাব হাসানের তথ্য ও সহযোগিতায় আইনশৃঙ্খলা বাহিনী বাচ্চাটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর তত্ত্বাবধানে “বিজয়” এখন সুস্থ আছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়াসমূহ সমাপ্ত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তাকে হস্তান্তরের উপযুক্ত মনে করলে চট্টগ্রামের সমাজসেবা অধিদপ্তরের “ছোট মনি নিবাস”এ পাঠানো হবে। এ ব্যাপারে সহযোগিতার জন্য দায়িত্ব প্রদান করা হয় উপজেলা সমাজসেবা অফিসারকে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে বিজয়ের জন্য শীতের কাপড়, ওষুধপত্র এবং যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করা হয়। নবজাতকের অভিভাবকত্ব নির্ণয় করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার বিজ্ঞ আদালতের।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর