আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিডিআর হত‍্যাকাণ্ডের তদন্ত

বিডিআর হত‍্যাকাণ্ডের তদন্ত বিষয়ে যা বললেন-আসিফ নজরুল


২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করার জন্য একটি কমিশন গঠনের কথা থাকলেও এ হত্যাকাণ্ড নিয়ে ২টি মামলা বিচারাধীন থাকায় আপাতত সে সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তবর্তীকালীর সরকার। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।

এর প্রেক্ষিতে রোববার (১৫ ডিসেম্বর) রাতে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

 

তিনি লিখেছেন, বিডিআর হত‍্যাকাণ্ড তদন্ত বিষয়ে হাইকোর্টে রিট আবেদনকারীর আজকের একটি বক্তব্য নিয়ে কিছু অস্পষ্টতা সৃষ্টি হয়েছে।কিন্তু প্রকৃত তথ্য হচ্ছে, সম্প্রতি দায়ের করা রিট মামলায় হাইকোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি তদন্ত কমিটি গঠনের আদেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উক্ত কমিটি গঠন করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চায়। আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগের আদেশের ব্যতিক্রমের কেনো সুযোগ নেই, মর্মে ৩ ডিসেম্বর মতামত প্রদান করে। অর্থাৎ উক্ত কমিটি গঠনের পক্ষে আইন মন্ত্রণালয় মতামত প্রদান করে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি স্মারকে (বা এর নামে প্রচারিত একটি স্মারকে) আপাতত এই কমিটি গঠন করা সম্ভব নয় বলে জানানো হয়েছিল ।

আসিফ নজরুল লিখেছেন, এতে আইন মন্ত্রণালয়ের কোনো মতামতের উল্লেখ করা হয়নি। এ ধরনের কমিটি গঠন করার এখতিয়ার শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, হাইকোর্টের আদেশ অনুসারেও এটি করার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

আইন উপদেষ্টা আরও লিখেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে বিডিআর হত্যাকাণ্ড বিষয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই আইন মন্ত্রণালয় এজন্য সব সহযোগিতা প্রদান করবে।

সর্বশেষ তিনি লিখেছেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি বিডিআর হত্যাকাণ্ডের স্বাধীন একটি তদন্ত অবশ্যই প্রয়োজন।

বিডিআর হত‍্যাকাণ্ডের তদন্ত বিষয়ে যা বললেন-আসিফ নজরুল

আরো পড়ুন


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর