আজ ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি খুলনা মহানগরের উদ্যোগে শোষণ বৈষম্য বিরোধী গনতন্ত্র জাগরণ যাত্রা 


মোঃ রবিউল হোসেন খান, খুলনা:

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি( সিপিবি) খুলনা মহানগরের উদ্যোগে শোষণ বৈষম্য বিরোধী গনতন্ত্র জাগরন যাত্রা আয়োজন করা হয়। খুলনা মহানগর কমিউনিস্ট পার্টির সভাপতি এইচ এম শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড: নিত্যানন্দনের পরিচালনায় বৈষম্য বিরোধী গনতন্ত্র জাগরন যাত্রা আয়োজন করা হয়। গনজাগরন যাত্রা পরবর্তীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর কমিউনিস্ট পার্টির সভাপতি এইচ এম শাহাদাৎ। তিনি তার বক্তব্য বলেন, আমাদের কেন্দ্র ঘোষিত কর্মসুচির অংশ হিসেবে ১ লা নভেম্বর থেকে গনজাগরণ যাত্রা আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে চলবে।

আমরা খুলনা মহানগর তারই অংশ হিসেবে এই গনজাগরন যাত্রা শুরু করেছি।আগে যে দ্রব্য মুল্যর দাম ছিল কয়েকদিনের মধ্যে তা বৃদ্ধি পেয়েছে। আমাদের দাবী গত ১৫ বছর যে সিন্ডিকেট ব্যবস্থা ছিল তা ভেঙে দ্রব্য মুল্যর উর্ধবগতি কমাতে হবে। আইনের সুশাসন ফেরত আনতে হবে।আমাদের প্রশাসনিক ভায়েরা সঠিক কাজ করছে না।আইন শৃংখলা বাহিনী মাঠে যেন আর তৎপর হয় সে আহবান জানাচ্ছি। গত ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে নতুন রাস্ট্র আমরা পেয়েছি। সরকার রাস্ট্র সংস্কারের কথা বলছে তা যেন সটিক ভাবে হয়।সরকারকে এ ব্যাপারে সহযোগী করতে হবে।সংস্কার না হলে দেশের উন্নয়ন সম্ভব না। রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। মুখ চিনে চিনে রেশন দেওয়া হয়।বাংলাদেশের প্রতি সদস্য যারা ভোটার তাদের রেশনিং ব্যবস্থা করতে হবে। পাটকল সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দের সাথে আমরা আন্দোলন করেছি এবং পাট উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। তখন সরকারকে বলেছিলাম ও সরকার আশ্বাস দিয়ে ছিল একটি, দুটি করে পাট কল চালু করবে।এবং পর্যায়ক্রমে সব পাটকল চালু করতে হবে।তিনি আরো বলেন, আজ থেকে সারা দেশে পলিথিন নিষিদ্ধ। আমরা সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।আর পাটকল যদি চালু না হয় তাহলে পিলিথিনের পরিবর্তে কিভাবে পাটের ব্যাগ তৈরি হবে।জনগন কিভাবে ব্যাগ পাবে।পাশাপাশি অর্থনৈতিক,সাস্থ্য সেবা ও আইন শৃংখলা উন্নয়নের দাবি জানাচ্ছি।খুলনার অলি গলি রাস্তার উন্নয়ন, দিনে ও রাতে লোডশেডিং বন্ধের দাবী জানান।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় সম্পাদক ও খুলনা জেলা সাধারণ সম্পাদক এস এ রশিদ, মোস্তাফিজুর রহমান, আলউদ্দীন আলী,বদর উদ্দীন প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর