আজ ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে জমি নিয়ে সংঘর্ষ,নারীসহ আহত( ৮)


মোঃসরওয়ার আলম চৌধুরী বাঁশখালী প্রতিনিধি >>> চট্টগ্রামের বাঁশখালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ অন্তত ৮ জন আহত হয়েছে।রবিবার (২ফেব্রুয়ারি) সকাল ৯ ঘটিকার সময় উপজেলার ছনুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছালে আহমদ সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার ছনুয়া ইউনিয়নের ছালে আহমদ সিকদার পাড়া এলাকায় নুরুল ইসলাম ও মোঃ হোছন গ্রুপের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে উভয় পক্ষ বাঁশখালী সিনিয়র জর্জ আদালতে মামলা দায়ের করেন,পরে মোঃ হোছনের মামলাটি খারিজ করে দিয়ে,নুরুল ইসলামের পক্ষে গত ২৯-০১-২০২৪ ইং তারিখ বাঁশখালী সিনিয়র জর্জ আদালতের সহকারী জর্জ আব্দুল্লা আল নোমানের আদালত রায় দেন,পরে বিবাদীকে উক্ত জায়গায় প্রবেশ না করার জন্য নিষেধাজ্ঞা প্রদান করেন।প্রতিদিনের মত আজও নুরুল ইসলাম গং জমিতে ব্যুরো চাষের উপযোগী করার জন্য জমিতে গেলে মোঃ হোছেন গ্রুপের লোকজন নুরুল ইসলাম স্বজনদের উপর বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলে পড়ে মারধর করা শুরু করে,পরে খবর পেয়ে ঘরের মহিলারা তাদের স্বজনদের রক্ষা করতে গেলে তাদেরককে মারধর করেন।আহতরা হলেন- আমির হোসেন (৪৪),কাউচারা বেগম(৩৮), নাছিমা আক্তার (৩৫), জান্নাতুল ফেরদৌস(৩৩), জান্নাতুল ফেরদৌস(৪০),হালিমা বেগম (২৫),মোবারেকা বেগম(৩৫),রিফুল আক্তার(৪৮)। তার মধ্যে হালিমা বেগম (২৫) নামের একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।আহত বাতেন জানান,পৈত্রিক ওয়ারিশ সূত্রে তারা রেকর্ডে জমিটি দীর্ঘ দিন ধরে আমরা ভোগ দখল করে আসছি।আমরা জমিতে কাজ গেলে হঠাৎ মোঃ হোছন গং আমাদের মারপিট করে। আমাদের ৮ জন আহত হয়েছে।বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।এই রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর