আজ ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বশেমুরবিপ্রবি নবনিযুক্ত ভিসি-প্রোভিসির বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন


হাবিবুর রহমান বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো.
সোহেল হাসান বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন।
রবিবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন তারা। পরে শিক্ষক-শিক্ষার্থীদের
বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত দুই প্রশাসক। ভাইস-চ্যান্সেলর ও প্রো-ভাইস-চ্যান্সেলর তাদের তৃতীয় কর্মদিবসে সকাল থেকে
দুপুর পর্যন্ত বিভিন্ন বিভাগ, বিভাগের ল্যাব রুম ও দপ্তর পরিদর্শন করেন।
পরিদর্শনকালে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এ সময় শিক্ষার্থীরা তাদের সেশনজট, ল্যাব সংকটসহ
নানাবিধ সমস্যার কথা জানালে সেশনজট মুক্ত শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। একই সঙ্গে শিক্ষার্থীদের তুলে ধরা সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
এছাড়াও অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও অধ্যাপক ড. মো. সোহেল হাসান বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা -কর্মচারীদের কঠোরভাবে অফিসের সময়সূচি (৯টা থেকে ৫টা) মেনে চলার
নির্দেশনা দিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর