আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ফটিকছড়ির ভূজপুরে মা-ভাই হত্যায় অভিযুক্ত ইয়াছিন গ্রেপ্তার


নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে মা ও ভাই হত্যায় অভিযুক্ত মোহাম্মদ ইয়াছিনকে (৪৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কাঞ্চননগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত মাসুম ও অভিযুক্ত ইয়াসিন একই এলাকার আলী আহমেদের ছেলে এবং নিহত জুলেখা খাতুন আলী আহমেদের স্ত্রী।

জানা যায়, গত ৩ এপ্রিল সকালে উপজেলার ভূজপুর ইউনিয়নের ফকিরা বন এলাকার ভোলা গাজীর বাড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা জুলেখা খাতুন ও ছোট ভাই মো. মাসুমকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ইয়াছিন। ৬ এপ্রিল সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জুলেখা খাতুন। এর আগে শুক্রবার ৪ এপ্রিল রাতে নগরীর হাসপাতালে মারা যান জুলেখা খাতুনের ছোট ছেলে মো. মাসুম।

এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল হক বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর