নুরুল আবছার চৌধুরী, নিজস্ব প্রতিবেদক >>> রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মরিয়ম নগর বহুমূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ফজলুল হক। বুধবার (২৩ এপ্রিল) বিকালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলি সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি মো. খোরশেদ আলম, অভিভাবক প্রতিনিধি হিসেবে আলী আহাম্মদকে মনোনীত করা হয়। নবগঠিত এই কমিটি আগামী ৬ মাস দায়িত্ব পালন করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এদিকে নব মনোনীত সভাপতি ফজলুল হককে ক্ষুদে বার্তায় বিভিন্ন মহল অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply