আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পেকুয়ায় ৩দিন ব্যাপী স্কাউট প্রশিক্ষণ, বার্ষিক তাবুঁবাস ও দীক্ষা অনুষ্ঠান সম্পন্ন


এইচ. এম শহীদ, পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ স্কাউটস রোভার গ্রুপের আয়োজনে ৩দিন ব্যাপী ৪র্থ স্কাউট প্রশিক্ষণ,বার্ষিক তাবুঁবাস ও দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৭-১৯ জানুয়ারি পযর্ন্ত ৩ দিন ব্যাপী এ ক্যাম্প পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৫০জন রোভার ও স্কাউটস সদস্য অংশগ্রহণ করে। তাদেরকে ১০টি উপদলে বিভক্ত করে ৩দিন ব্যাপী এ ক্যাম্পে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। তার মধ্যে তাঁবুকলা, কিমস গেম, চ্যালেঞ্জ, ভোরের পাখি, বনকলা ছিল অন্যতম।

তিনদিন ব্যাপী এ ক্যাম্পের সমাপনী দিবসে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান,পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের সহকারী অধ্যাপক ও স্কাউট ব্যাক্তিত্ব ড.জাকির হোসেন হাওলাদার,পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশনের সিনিয়র শিক্ষক ও স্কাউট লিড়ার মোঃ জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিকর্মী ও গণমাধ্যমকর্মী এফ.এম সুমন।

এছাড়াও উপস্থিত ছিলেন পেকুয়া শহীদ জিয়া বিএমআই ইনস্টিটিউটের কম্পিউটার শিক্ষক ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউট গ্রুপের গার্লস ইন রোভার স্কাউট লিড়ার উম্মে ছালমা, চট্টগ্রাম বিভাগীয় সাবেক সিনিয়র রোভারমেট পারভেজ সরকার পাভেল, ক্যাম্প চীফ ও সিনিয়র রোভারমেট মোঃ ছাদেকুর রহমান, রোভারমেট ও চীফ কো- অর্ড়িনেটর আসাদুজ্জামান নূরসহ প্রমুখ।

পরে উপকূলীয় মুক্ত রোভার স্কাউট গ্রুপ, কক্সবাজার জেলা রোভারের তিনদিন ব্যাপী প্রশিক্ষণ, বার্ষিক তাবুবাস শেষে উপকূলীয় মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার ও স্কাউট শাখায় মোট ১২০ জনকে স্কাউট দীক্ষা দেওয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর