আজ ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রমে ধর্মীয় সভা ও গীতা যজ্ঞ সম্পন্ন


চট্টগ্রাম নগরের আকবরশাহ থানাধীন লেকসিটি পাহাড়ে পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম শ্রীশ্রী ওঁকারেশ্বর শিব মন্দিরে শিবরাত্রি উদযাপন কমিটির উদ্যোগে ২৬ ও ২৭ ফেব্রুয়ারী (বুধবার ও বৃহস্পতিবার) দুদিন ব্যাপী বিশ্ব শান্তি কামনার গীতাযজ্ঞ,সমবেত প্রার্থনা ও গুরুপুজা, মহাপ্রসাদ বিতরণ ও নগর কীর্তনসহ সকল ধর্মীয় আয়োজনের পুরোহিতত্ব করেন মন্দিরের সেবায়েত শ্রীমৎ সনজিদ চৈতন্য মহারাজ। পূর্ববঙ্গ গুরুকূল ব্রহ্মচর্য্য আশ্রম পরিচালনা পরিষদের সভাপতি সুজিত সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক শিপলু কুমার দে এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধর্ম মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।

বিশেষ অতিথি ছিলেন, সমকাল পত্রিকার সাংবাদিক সুজিত কুমার দাশ, মানবাধিকার কর্মী দীপাল অনিন্দ্য পাল,সংগঠক ডাক্তার অসীম সরকার, প্রবাসী সুমন আচায্য, লায়ন রিমন মহুরি, সৈকত চক্রবর্তী,মিলন রুদ্র, রবিন মন্ডল, কানু শুল্কদাশ, বাবলু দাশ। ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপক কুমার পালিত বলেন, ধর্ম মানুষকে আলোর পথ দেখায়। আমাদেরকে মানবতার কল্যাণে কাজ করে যেতে হবে। সনাতনী ধর্মাবলম্বীদের একটি বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে। আগামীতে আমাদের প্রতিনিধি আমরাই নির্ধারণ করবো। তিনি গুরুকূল আশ্রমের শিব মন্দিরের উন্নয়নের জন্য সহযোগিতা করার আশ্বাস দেন পাশাপাশি মহাশ্মশান, গীতা স্কুল ও কলেজ করার ঘোষণা দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর