ফারুকুর রহমান বিনজু,পটিয়া
পটিয়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গত শনিবার ২১তাং খরনা রাস্তার মাথা আরকান সড়কে ঢাকা গামী একটি যাত্রীবাহী চেয়ারকোচ তল্লাশি চালিয়ে ৫শ পিস ইয়াবাসহ এক প্রেমিক যুগলকে গ্রেফতার করে।গ্রেফতারকৃতরা হলেন মুঃজাবেদ(২৮)পিতা-মো:সেলিম,পিটিআই স্কুল, ৬নং ওয়ার্ড পৌরসভা,কক্সবাজার।
বর্তমান লাহার পাড়া১নংওয়ার্ড ঝিলংজা ইউনিয়ন,কক্সবাজার একই এলাকার আনিকা রহমান(২০)স্বামী নেজাম উদ্দীন বাপ্পি।গোপন সূত্রে খবর পেয়ে পটিয়া থানার পুলিশ আরকান সড়কের খরনা রাস্তার মাথায় চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যাত্রী বাহী বাস তল্লাশি করলে জাভেদ ও আনিকাকে সন্দেহ হয়।
পুলিশের জেরার মুখে এরা ইয়াবার কথা শিকার করে। পরে পুলিশ জাভেদের কাছ থেকে ২শ অনিকার কাছ থেকে ৩শ মোট ৫পিস ইয়াবা উদ্ধার করে। পটিয়া থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর সত্যায়িতা শিকার করেন,মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পর আসামিদের জেল হাজতে পাঠানো হয়।
Leave a Reply