আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নাইক্ষ‍্যংছড়ির সীমান্তে শুনা গেলো মর্টারশেল বিস্ফোরণের তুমুল শব্দ

নাইক্ষ‍্যংছড়ির সীমান্তে শুনা গেলো মর্টারশেল বিস্ফোরণের তুমুল শব্দ


 

নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার ‘সীমান্ত পিলার ৪৩ থেকে ৪৫ পযর্ন্ত জায়গা দিয়ে মিয়ানমার অভ্যন্তর থেকে মর্টারশেল বিস্ফোরণের বিশাল আকারের শব্দ নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় শুনা এসেছে।

বুধবার (২০ নভেম্বর) সকাল: ৯:৩০ মিনিট থেকে সকাল:৯:৫৫ মিনিট পর্যন্ত সীমান্ত পিলার থেকে মিয়ানমারের কয়েক কিলোমিটার অভ‍্যন্তর থেকে আনুমানিক ১০-১৫ টি মর্টারশেল ফোটার তুমুল শব্দের আওয়াজ শুনতে পান বলে জানিয়েছেন, মোঃ ফুরকান এবং শাহাদাত হোসেন।

তারা আরো জানান, গত কয়েকদিন ধরে গুলাগুলি এবং বড় বড় শব্দের বিস্ফোরিত আওয়াজ শোনা আসে মিয়ানমার অভ্যন্তর থেকে, কয়েক সপ্তাহ আগে এরকম ফায়ারের শব্দ শুনা আসতো না। সীমান্ত এলাকার কাছে বসবাসকারী কয়েকজন ধারণা করে বলেন, মিয়ানমার অংশে বর্তমানে সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ করছে বিদ্রোহী আর্কান আর্মি নামক একটি সংগঠন, তাদের সাথে হয়তো আধিপত্যের লড়াইয়ে নতুন কোন জান্তা সরকার সমর্থিত বিদ্রোহী গ্রুপের অস্তিত্ব সৃষ্টি হয়েছে সে কারণেই প্রায়ই গোলাগুলি মর্টারশেল বিস্ফোরণের তুমুল শব্দ সীমান্ত এলাকা পেরিয়ে নাইক্ষ‍্যংছড়ির বিভিন্ন জনপদে শুনা যায় প্রায় সময়।

আরো পড়ুন

আনোয়ার হোছাইন, নাইক্ষ‍্যংছড়ি প্রতিনিধি,


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর