ভ্রাম্যমাণ প্রতিবেদক >>> নাইক্ষ্যংছড়ির বাইশারীতে গভীর রাতে এক রাবার গোডাউনে ডাকাতির প্রস্তুতির সময় জনতার হাতে অস্ত্রসহ এক শীর্ষ ডাকাত আটক হয়েছে।রবিবার (৯ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে বাইশারীর আব্দুর রহিম কোম্পানির রাবার গোডাউনে (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মং হ্লা মার্মার বাড়ীর সামনে) ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ছৈয়দ করিম নামের এ ডাকাতেকে আটক করা হয়।আটককৃত ডাকাত কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়ামুরা গ্রামের রাস্তার মাথা নামক এলাকার কাসেম আলীর পুত্র।এ সময় স্থানীয় লোকজন রমজান মাসে সেহেরির সময় সড়ক দিয়ে লোকজন আসা-যাওয়াতে অস্ত্রসহ এক ব্যক্তিকে দেখে ফেলেন। তাৎক্ষণিক এলাকাবাসী ডাকাডাকি করে চারদিকে ঘিরে ফেলে তাকে আটকাতে সক্ষম হয়। পরে পুলিশ তদন্তকেন্দ্রে খবর দিলে সাব-ইনস্পেক্টর ( আইসি) আবু সায়েম সঙ্গীয় টহল দল নিয়ে ঘটনাস্থলে যান। জনতার হাতে আটক থাকা ডাকাত’কে পুলিশে সোপর্দ করা হয়।নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ধৃত ডাকাতের বিরুদ্ধে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পূর্বে তার বিরুদ্ধে কোন মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
Leave a Reply