চন্দনাইশ প্রতিনিধি
সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের হযরত শামসের আউলিয়া প্রকাশ শ্যাম আউলিয়া জামে মসজিদ শুক্রবার (২০ ডিসেম্বর) জুমার নামাজের খুতবার আগে আইনশৃঙ্খলা সম্পর্কিত মুসুল্লিদের জনসচেতনমূলক আলোচনা করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন। এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই, মাদক প্রতিরোধসহ সকল ধরণের নাশকতা বন্ধ করতে বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও ধর্মপ্রাণ মুসুল্লীদের সহযোগিতা প্রয়োজন রয়েছে।
শুক্রবার হযরত শামসের আউলিয়া প্রকাশ শ্যাম আউলিয়া জামে মসজিদে জুম্মার নামাজের খুতবার আগে তিনি মসজিদে ব্যাপক আলোচনাকালে কুরআন আর হাদিসের আলোকে ওসি ইমরান আল হোসাইন এ সব কথা বলেন, এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই, মাদক, বাল্য বিয়ে, বখাটেদের উৎপাত, কিশোর অপরাধ প্রতিরোধে চন্দনাইশ থানার ওসি নিয়মিত সভা, সমাবেশ, মসজিদে মসজিদে খুতবার আগে বক্তব্য দেয়াসহ বিট পুলিশিংয়ের সভা করে আসছেন।
এ সময় তিনি আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও এলাকার পরিবেশ ভাল রাখার লক্ষে স্থানীয়দের সহযোগিতা কামনা করে বলেন, আপনারা সচেতন হলে অপরাধ কমে আসবে। নিজেদের সন্তান কখন কোথায় যায়, তার খেয়াল নিজেদেরকেই রাখতে হবে। সন্ধ্যা হলে পড়ার টেবিল ছেড়ে কোথাও আড্ডা দিলে তা প্রতিহত করতে হবে। এছাড়া এলাকা অপরিচিত বা সন্দেহভাজন কাউকে ঘুরাফেরা দেখলে স্থানীয়ভাবে সংগঠিত হয়ে তার প্রতিহত করতে হবে। মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে সহযোগীতা করা নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব বোধ থেকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, মাদকমুক্ত শান্তিপ্রিয় এলাকা গড়তে চন্দনাইশ থানা পুলিশ আপ্রাণ চেষ্ঠা করে যাচ্ছে ।
ওসি ইমরান আল হোসাইন আরোও বলেন, ইসলাম শান্তির ধর্ম। মানুষ সৃষ্টির সেরা জীব। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (সঃ) বিশ্বের মহামানব। পৃথিবীতে ইসলাম ধর্মের অনুসারীরা ধর্ম প্রিয়। ধর্মীয় অনুশাসনের অর্ন্তভূক্ত তাই ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো ধরণের বিরোধ মানুষের কাম্য নয়। এই মসজিদে দু পক্ষের মধ্যে দীর্ঘ ১৬-১৭ বছর যাবৎ যে বিরোধ চলে আসছে তিনি দুপক্ষের উদ্দেশ্যে বলেন আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে ফেলা উচিত। অথবা আইন আদালতের মাধ্যমে যা রায় হয় সেই অনুপাতে বিরোধ মিমাংসা হওয়া প্রয়োজন। তিনি উপস্থিত মুসল্লিদের দু পক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় যে ধরণের সহযোগিতা করা প্রয়োজন সে ধরণের সহযোগিতার আহ্বান জানান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক ফয়সাল চৌধুরী প্রমুখ।
Leave a Reply