আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

দক্ষিণ গাছবাড়িয়া বদলর কলঘর এলাকায় ইন্টারনেট সরঞ্জামাদি দোকানে ডাকাতি


চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া বদলর কলঘর এলাকায় বোরহান এন্টার প্রাইজ নামে ইন্টারনেট সরঞ্জামাদি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলকে এলাকাবাসী প্রতিরোধ করতে আসলে ফাঁকা গুলি ছুড়ে পালাল। এ ব্যাপারে দোকানের মালিক ভুক্তভোগী ওই ব্যবসায়ীর মোঃ বোরহান উদ্দিন (৩৩) বাদী হয়ে অজ্ঞাতনামা ৫-৬ জন ডাকাতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

বুধবার রাতে উপজেলার চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া বদলর কলঘর এলাকায় বোরহান এন্টারপ্রাইজের দোকানে এই ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, ঘটনার দিন বুধবার গভীর রাত ৩টার সময় ৫-৬ জনের একদল ডাকাত হাইচ গাড়িতে করে দক্ষিণ গাছবাড়িয়া বদলর কলঘরস্থ দোকান বোরহান এন্টারপ্রাইজ দোকানে উপস্থিত হয়ে তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ইন্টারনেট কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি নিয়ে চলে যায়। এ সময় স্থানীয় লোকজন ডাকাতির ঘটনা টের পেয়ে ডাকাত দলকে প্রতিরোধ করার জন্য এগিয়ে এলে ডাকাত দল আকাশের দিকে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে নিরাপদে পালিয়ে যায়। পার্শ্ববর্তী দোকানদারগণ ডাকতির খবর বোরহানকে দিলে বোরহান দোকানে উপস্থিত হয়ে দোকানের তালাভাঙ্গা, ঝাপ কুড়ানো এবং ওয়াইফাই ইন্টারনেট কাজে ব্যবহৃত মূল্যবান মালামাল ডাকাতদল ডাকাতি করে নিয়ে যায়। এতে মালামালের মধ্যে রয়েছে ৫টি ওয়াইফাই রাউটার, ১টি ওয়াইফাই অনু, ১টি ইন্টারনেট ওয়ালটি, ১টি আইপিএস, ১টি আইপিএস ব্যাটারি, ১টি মোবাইল ও ক্যাশে থাকা নগদ ৬০ হাজার টাকা সহ প্রায় ২ লক্ষ ৫২ হাজার মালামাল নিয়ে যায় ডাকাতরা।

এ ব্যাপারে বোরহান এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মোঃ বোরহান জানান, ডাকাতদের ডাকাতির কারণে আমি আর্থিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি।চন্দনাইশ থানার তদন্তকারী অফিসার এসআই মোঃ সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর