ভ্রাম্যমান প্রতিবেদক >>> নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার( ২৫ ফেব্রুয়ারী) দুপুর ২টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে সহকারী শিক্ষক শাহজাহান’র সঞ্চালনায়, সহকারী শিক্ষক আলী হোছাইন’র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘুমধুম ইউনিয়ন পরিষদ’র প্রশাসক ক্যবুহ্রী মার্মা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম শাওন’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকতার উদ্দিন। এতে অসামান্য কৃতিত্বের জন্য নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আকতার উদ্দিন, ক্যবুহ্রী মার্মা প্রশাসক ঘুমধুম ইউনিয়ন পরিষদ, আব্দুর রহিম শাওন প্রধান শিক্ষক তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়,মোহাম্মদ হামিদুল হক প্রধান শিক্ষক দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিম বিদ্যালয়,নুরুল কবির প্রধান শিক্ষক বাইশফাঁড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, আকতার উদ্দিন প্রধান শিক্ষক কচুবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, দীপন বড়ুয়া ১নং উত্তর ঘুমধুম সরকারী প্রাথমিম বিদ্যালয় তুষার বড়ুয়া ফাত্রাঝিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়, শাহেনা বেগম প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) বরইতলী সরকারী প্রাথমিম বিদ্যালয়, হেলাল উদ্দিন প্রধান শিক্ষক পশ্চিমকূল সরকারী প্রাথমিম বিদ্যালয়, ঘুমধুম উচ্চ বিদ্যালয় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খাইরুল বশর,দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয়’র অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাজেদ উল্লাহ, তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়’র অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নুর আহমদ’সহ বাদল কান্তি পাল, নজির আহমদকে অনুষ্ঠানে সংবর্ধিত করে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে ঘুমধুম ইউনিয়ন পরিষদ প্রশাসক ক্যবুহ্রী বলেন, সময়ের কাজ সময়মতো করতে হয়।তাই অত্র বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতি এমনই আহবান জানিয়েছেন। তিনি ঘুমধুম ইউনিয়নে খেলার মাঠ নাই মর্মে সকলের সহযোগিতায় জেলা ও উপজেলা প্রশাসকের সাথে বিষয়টি উপস্থাপন করবেন বলেও জানিয়েছেন। সভাপতির বক্তব্যে বলেন উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা আকতার উদ্দিন বলেন, কর্মের কারণে পৃথিবীতে এখনো অনেকেই অমর হয়ে আছেন। মানুষ নিজ কর্মগুণে বহু বছর বেচেঁ থাকেন, যদি সঠিক শিক্ষা নিতে পারেন৷ অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, নিজেদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি চলাফেরার প্রতি সচেতনতা বৃদ্ধির আহবান জানান। অত্র স্কুলের শিক্ষার সাথে সাংস্কৃতিক, ক্রীড়া ও সাহিত্য এগিয়ে নেওয়ার জন্য প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই শিক্ষা কর্মকর্তা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরবর্তী স্কুলের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় যারা ১ম, ২য়, ৩য় স্থান অর্জন করেছে তাদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
Leave a Reply