আজ ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

টেকনাফ র‌্যাবের অভিযানে ৭০ হাতারি ইয়াবাসহ গ্রেফতার ১


নিউজ ডেক্স >>> টেকনাফ কক্সবাজার টেকনাফের গোদারবিল এলাকা থেকে ৭০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব বৃহস্পতিবার (৩১ জানুয়ারি)টেকনাফ গোদারবিল এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতারকৃত আবুল কালাম (৪৬) টেকনাফের গোদারবিল এলাকার মৃত সিদ্দিক আহমেদ এর ছেলে।কক্সবাজার র‌্যাব ১৫ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে আজ শনিবার টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঐ এলাকায় অভিযান চালায়।এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আবুল কালাম নামে উক্ত মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।পরে বিধি মোতাবেক তাকে তল্লাশী করে তার হেফাজতে থাকা সর্বমোট ৭০ (সত্তর হাজার) পিস ইয়াবা উদ্ধার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত মাদক কারবারী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত। তাছাড়া সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা টেকনাফ ও সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ পূর্বক কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ মডেল থানায় এজাহার দাখিল করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর