সুকমল চন্দ্র বর্মন (পিমল), জয়পুরহাট
জয়পুরহাট সদর ছোটাহাড় ধারকি আলিম মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করেন অত্র মাদ্রাসার শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা৷
লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমররা জয়পুরহাট সদর উপজেলার ছোটাহার ধারকি আলিম মাদ্রাসার শিক্ষক কর্মচারী শিক্ষার্থী ও এলাকাবাসী আপনাদের সামনে অতি দুঃখের সহিত জানাইতেছি যে, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময়ে ষড়যন্ত্র করে সাবেক অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন মোটা অংকের টাকা দিয়ে ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে মাদ্রাসায় অযোগ্য ব্যক্তিদের নিয়ে পকেট কমিটি তৈরি করে অবৈধ নিয়োগ বাণিজ্যসহ নানান দুর্নীতি ও অপকর্ম করিয়াছেন৷ এছাড়াও তিনি দায়িত্ব পালনকালে অর্থ আত্মসাৎ সহ চাকুরী বিধি পরিপন্থী কর্মকাণ্ডের জন্য একাধিকবার সাময়িক বরখাস্ত হয়েছেন। অবশেষে মোহাম্মদ আনোয়ার হোসেন নিজের অপকর্মকে আড়াল করতে,গত মঙ্গলবার ২২অক্টোবর স্বেচ্ছায় শারীরিক অসুস্থতা দেখিয়ে সভাপতি বরাবর চাকরি হইতে ইস্তেফা দেন। কিন্তু ইস্তেফা দেয়ার সত্বেও দায়িত্বভার বুঝিয়ে দিতে তিনি নানারকম তালবাহানা করছেন।
প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের সুবিবেচনায় আরো জানাইতে চাই ঘটনার ধারাবাহিকতা আমরা আশা করছি যে সাবেক অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন স্বেচ্ছায় ইস্তেফা জমা দেওয়ার পরেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষকে শিক্ষক কর্মচারীদের নানা রকম ভয়- ভীতি সহ হুমকি অব্যাহত রেখেছেন। আমরা আরো আশঙ্কা করছি যে, তার এরকম কর্মকান্ড আমাদের মাদ্রাসার ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। এমন পরিস্থিতিতে আমরা আপনাদের মাধ্যমে সবিনয় আবেদন জানাতে চাই যে প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও পাঠ দানের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে নতুন অধ্যক্ষের কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য জোর দাবি জানাই। ছোটাহার ধারকি আলিম মাদ্রাসার শিক্ষক কর্মচারী শিক্ষার্থী ও এলাকাবাসীর পক্ষে৷
Leave a Reply