আজ ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশ সদরে মডেল মসজিদ নির্মাণের দাবীতে মানববন্ধন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশ উপজেলা ও পৌরসভা সদরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ১৬ নভেম্বর শনিবার সকালে চন্দনাইশ সদর জিরো পয়েন্টে সচেতন জনসাধারণের উদ্যোগে মানববন্ধন মাস্টার নুরুল আলম বিএসসির সভাপতিত্বে সংগঠক মোহাম্মদ আলমগীরুল ইসলাম বঈদীর সঞ্চালনায় চন্দনাইশ সদর জিরো পয়েন্টে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন রাজনীতিবিদ মাহামুদুর রহমান মাহাদু, কাজী আবু তালেব, কবি মাজাহার হেলাল, ছৈয়দ মহীউদ্দীন, চন্দনাইশ থানা বাজার, ব্যবসায়ী সমিতির সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মো. ওসমান, মো. হাকিম সওদাগর, মাওলানা ফরিদ উদ্দীন, সিরাজুল ইসলাম কোম্পানী, মফিজুর রহমান,:শাহাদাত হোসেন, আমিনুল ইসলাম রুবেল, জাহাঙ্গীর আলম চৌধুরী, হাফেজ আহম্মদ, সূফী আবদুস ছবুর, আবদুন নুর, আবদুস ছাত্তার, হারুনুর রশীদ, সাউথ, মাস্টার কামাল উদ্দীন, আবু ছালেক, ওয়াহিদুল আলম, মনজুর আলম, ফরহাদ হোসেন প্রমুখ।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, উপজেলা সদরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃকিত কেন্দ্র নির্মাণের নীতিমালা অনুস্বরণ করে উপজেলা সম্মুখে ও পৌরসভার পাশে স্থান নির্ধারণ করা হয়।

পরবর্তীতে তৎকালীন সরকারের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী একক ক্ষমতা বলে নীতিমালা অমান্য করে উপজেলা পরিষদ থেকে আড়াই কিলোমিটার দূরে পুণরায় স্থান নির্ধারণ করেন যা নীতিমালার পরিপন্থী। পতিত স্বৈরাচার সরকারের নেতার অপসিদ্ধান্তকে বাস্তবায়ন করতে একটি মহল গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় মডেল মসজিদ নির্মাণের দাবী তুলেছে।

ফ্যাসিবাদী সরকারের দোসরদের অদৃশ্য ইঙ্গিতে নিয়ম বর্হিভূতভাবে মডেল মসজিদের স্থান পরিবর্তন না করে উপজেলা ও পৌরসভা সদরে অধিগ্রহণকৃত জায়গায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জোর দাবী জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর