আজ ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশ দোহাজারীতে পিতার মসজিদ দাবী করায় এলাকাবাসীর মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ


বিশেষ প্রতিনিধি:

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা যুবলীগের আহ্বায়ক মনসুর আলী ফয়সালসহ তার ভাইয়েরা তাদের পিতার মসজিদ দাবী করায় এলাকাবাসী ও মুসল্লিরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। ১৫ বছর মসজিদে নামাজ আদায় করছেন না এলাকাবাসী। ১৩ ডিসেম্বর (শুক্রবার) বিকালে দোহাজারী পৌরসভার শামসের আউলিয়া জামে মসজিদকে পিতার মসজিদ দাবী করায় এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্বে করেন সাবেক কাউন্সিলর মো. আলমগীর। আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মোহাম্মদ বাহাদুর ইসলাম, মোহাম্মদ ইউনুস, শাহ আলম, সাইফুল ইসলাম সুমন, নাসির উদ্দিন, দিল মোহাম্মদ, মো. ছাবের, মো. ফারুক, মো. নয়ন প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, মাও. খোরশেদ আলম রিজভী ও তার ভাইয়েরা তাদের পিতার মসজিদ দাবী করে গত ১৬ বছর রাজনৈতিক প্রভাব খাটিয়ে মসজিদের দখলদারিত্ব, টাকা আত্মসাৎ, এলাকাবাসীকে নামাজ আদায়ে বাধাঁ, মসজিদ পরিচালনা কমিটি গঠন করতে বাঁধা প্রদান করে মিথ্যা মামলাসহ নানা অনিয়ম হয়রানীর প্রতিবাদ জানান বক্তরা।

এ ব্যাপারে প্রশাসনসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহবান জানান। বিগত ১৫ বছর ধরে সমাজের মানুষ এই ধরনের বিরোধের কারণে মসজিদে নামাজ আদায় করছেন না বলে বক্তব্যে উল্লেখ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর