সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০২৪’র জুলাই আগস্টের গনঅভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে এক স্মরণ সভা, দোয়া মাহফিল, শহিদ মিনারে প্রদীপ প্রজ্বলন ইত্যাদি কর্মসূচি পালিত হয়। এ সময় অভ্যুত্থানে আহত ও সমন্বয়ক এবং তাদের পিতা মাতা, বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. রাজিব হোসেনের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা, থানার অফিসার ইনচার্জ মো. ইমরান আল হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, ইউএইচ এন্ড এফপিও ডা. আবদুল্লাহ আল ইফরান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, সহকারী সমাজ সেবা কর্মকর্তা ফারহানা আজাদ, পরিসংখ্যান কর্মকর্তা আলমগীর হোসেন রুবেল, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা মুহাম্মদ খাইরুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা ছাত্র সমন্বয়ক তৌহিদুল ইসলাম সায়ীদ, উপজেলা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক জসীম উদ্দিন, আহত শিক্ষার্থী রিফাত বিন আল হাছান, মুনতাসির কামাল আবিদ, মো: আব্দুল্লাহ আল ফাহিম, শাহরিয়ার মোস্তাকিম রিমন, হাফেজ আব্দুল্লাহ মুহাম্মদ সাকিব, ইকবাল হাসান মাহমুদ, মো: ইরফান উদ্দিন, আরবী মোহাম্মদ আল মিরাজ প্রমুখ।
Leave a Reply